মাধবপুরে নারী উন্নয়ন ফোরাম কর্তৃক ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২০, ৮:৫২ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম কতৃক উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে । মঙ্গলবার দুপুর ১২ টায় নারী উন্নয়ন ফোরাম এর হবিগঞ্জ জেলার কোর্ডিনেটর ও মাধবপুর উপজেলা শাখার সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন এর নেতৃত্বে নারী উন্নয়ন ফোরাম নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এর হাতে স্মারকলিপি প্রদান করেন।
ফোরামের পক্ষ থেকে উক্ত স্মারকলিপিতে ৩১শে মে ২০১৫ সালে জারিকৃত পরিপত্র অনুযায়ী উপজেলা পরিষদের বাৎসরিক বাজেটের ৩% পর্যন্ত বরাদ্ধ নারী উন্নয়ন ফোরামকে দেওয়া এবং পরিষদ কর্তৃক গৃহীত প্রকল্প সমূহের ২৫% নারী সদস্যদের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- নারী উন্নয়ন ফোরাম মাধবপুর উপজেলার সাধারণ সম্পাদক সেলিনা আক্তার, কাউন্সিলর ইসরাত জাহান, মহিলা মেম্বার শ্যামলী আক্তার, রোকেয়া বেগম প্রমুখ।

