মাধবপুরে কালভার্ট ধসে পড়ায় যান চলাচল ব্যাহত : দুর্ভোগে কৃষকরা

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০, ৯:২৫ অপরাহ্ণ
করেসপন্ডেন্ট,জাগো নিউজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী-সিধাই আঞ্চলিক সড়কে শাহজালাল পুর অংশে একটি কালভার্ট ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ৩ মাস পূর্বে ঘটনা ঘটলেও এখন পর্যন্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শাহজালালপুর গ্রামের আক্কাছ আলী জানান, ৩ মাস পূর্বে ইট বোঝাই ট্রাক নেওয়ার সময়ে কালভার্টটি ধসে পড়ে। এই রাস্তাটি দিয়ে চৌমুহনী ইউনিয়নের পূর্ব অঞ্চলের শাহজালালপুর, রাজনগর,হরিণখোলা,নয়নপুরসহ কয়েকটি গ্রামের প্রতিদিন কয়েক হাজার মানুষ চলাচল করে কালভার্টটি ধসে পরায় মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
এই এলাকাটি কৃষি প্রধান এলাকা হওয়ায় কৃষি পণ্য পরিবহনে সাধারণ কৃষকরা সীমাহীন কষ্টের স্বীকার হচ্ছে। দ্রুত পুনর্নির্মাণ করা দরকার।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আপন মিয়া ‘‘জাগো নিউজকে’’ জানান, বিষয়টি উপজেলা প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে। কালভার্টটি দ্রুত নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হবে।
