মাধবপুরে ইয়াবাসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২০, ৮:২৩ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার(৩জুলাই) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর দিঘির পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. সোহেল মিয়া(২৬) ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম এর নেতৃত্বে ওই দিন সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
