হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া (২২) নামে একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করেন। সোহেল মিয়া উপজেলার শাহজাহান ইউনিয়নের পরমানন্দুপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
জানা যায়- উপজেলার শাহজাহান ইউনিয়নের শিমনা ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিন অভিযান পরিচালনা করেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে সোহেল মিয়া (২২) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহি উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনার সত্যতা নিশ্চিত করেছেন।