Logo

মাদক সকল পাপের মূল – এসপি মোহাম্মদ উল্ল্যা

করেসপন্ডেন্ট,বানিয়াচং
জাগো নিউজ : রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম বলেছেন, মাদক সকল পাপের মূল, মাদক যারা গ্রহন করে তাদের বেশীর ভাগই চুড়ি ডাকাতি, ছিনতাইসহ খুনের মতো জগন্য কাজে জড়িয়ে পড়ছে। সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাটিয়েই আপনার দায়িত্ব শেষ মনে করলে হবেনা।

খোজ রাখুন কার সাথে আপনার সন্তান উঠাবসা করে। সন্ধ্যার পর বিশেষ প্রয়োজন ছাড়া ঘরথেকে বেড়হতে দেবেন না। খারাপ সঙ্গের কারনেই শিক্ষার্থীরা মাদকের সঙ্গে যুক্ত হচ্ছে। মনে রাখবেন আপনার সন্তান আপনার ভবিষ্যত। বর্তমানে হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলার উন্নয়নসহ আমুল পরিবর্তন হয়েছে। এখন আর আগের মতো গ্রাম্য দাঙ্গা হয়না।

এক সময় গ্রাম্য দাঙ্গায় টেটা ফিকলের ঝনঝনানি শোনা যায়না। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠার পাশাপাশি গ্রাম্য দাঙ্গা কমে এসেছে।

২৭ সেপ্টেম্বর রোববার সকালে শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ার সংস্কার কাজের শুভ উদ্ভোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ১২নং সুজাতপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীমের সভাপতিত্বে সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম, বানিয়াচং থানার অফিসার ইনচার্য মোহাম্মদ এমরান হোসেন, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক শংকর পাল, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, হবিগঞ্জ জেলা হিন্দু ,বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জগদীশ দন্দ্র মোদক, সাধারন সম্পাদক শংখ শুভ্র রায়, পার্থ প্রিথম দাশ, পংকজ কুমার, বিপ্লব রায়, নিরঞ্জন সাহা প্রমুখ।
আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুলদিয়ে শুভেচ্ছা জানানো হয়। সভাশেষে প্রধান অতিথির পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে খাতা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !