মহিষটি কার?
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০, ৮:১৭ পূর্বাহ্ণজাবেদুর রহমান, করেসপন্ডেন্ট, জাগো নিউজ :: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে একটি মহিষ পাওয়া গেছে।
মঙ্গলবার (২জুন) সকালে গুমগুমিয়া হাওরে মালিক বিহীন এই মহিষটি পাওয়া যায়। মহিষটির প্রকৃত মালিক কে বা কারা সেটা জানা যায়নি। স্থানীয় লোকজন মহিষটিকে উদ্ধার করে ওই গ্রামের ফয়জুদ্দিন মিয়ার বাড়িতে রেখেছেন।
স্থানীয়দের সন্দেহ, রাতের আঁধারে হয়তো কোন চোর এই মহিষটিকে নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলো। কিন্তু মহিষটিকে নিয়ে যেতে ব্যর্থ হয়ে হাওরে রেখে চলে যায়।
গ্রামবাসীরা আরো জানান, যদি কেউ মহিষটি-কে চিনে থাকেন। তাহলে, গুমগুমিয়া গ্রামের বর্তমান মেম্বার মিজানুর রহমান (মিজান) এর সাথে যোগাযোগ করে উপযুক্ত প্রমাণ দেখিয়ে মহিষটি নিতে পারেন।