Logo

ব্যবসায়ী ইকবালকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানালো দিনারপুরবাসী

জাগো নিউজ
জাগো নিউজ : রবিবার, আগস্ট ২, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নিশাত নিঝুম ফুড, নিহা ফ্যাশন,মের্সাস ইকবাল টেডার্স এর স্বত্তাধিকারী মো.ইকবাল মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন)

রবিবার সকাল ৬:৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন।
দুপুরে তার মরদেহবাহী এম্বুলেন্স তার নিজ বাড়িতে আসার পড় কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী। পরে দুপুর ২:৩০ মিনিটে দেবপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নিশাত নিঝুমের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ইকবালকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ সমবেত হন জানাযার নামাজে।

জানাযার নামাজের পূর্বে ব্যবসায়ী ইকবালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের,নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু,দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী প্রমুখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,ইউপি সদস্য,দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। জানাযার নামাজ পড়ান মাওলানা মাহবুবুল আলম।

জানাযার নামাজে উপস্থিত হাজার হাজার জনতা সবার প্রিয় ইকবালকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !