বোমা নয় এটি ‘গ্রাইন্ডিং’ মেশিন – সেনাবাহিনী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০২০, ২:০৬ অপরাহ্ণসিলেট নগরীর চৌহাট্টা এলাকায় বোমস্বদৃশ্য বস্তুটি মোটরসাইকেল থেকে অপসারণ করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে তারা ওই বস্তুটি অপসারণ করে রেখেছেন।
উদ্ধার হওয়া বস্তুটি বোমা নয় এটি স্টিল বা লোহা কাটার ইলেকট্রনিক ‘গ্রাইন্ডিং মেশিন।
বস্তুটি উদ্ধার শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানায় সেনাবাহিনী।
সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট চয়ন নাইডুর মোটরসাইকেলের মধ্যে বোমা স্বদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে গতকাল বুধবার সন্ধ্যা থেকে ওই এলাকা ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এই বস্তুটি উদ্ধার কাজ শুরু হয়েছে। সিলেট ক্যান্টনম্যান্টের একটি বোমা নিষ্ক্রিয়কারী স্পেলাশ টিম সেখানে কাজ করছে। এরআগে বেলা সোয়া ১২টা থেকে চৌহাট্টা পয়েন্ট সংলগ্ন এলাকায় যান চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।