Logo

বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

করেসপন্ডেন্ট,নবীগঞ্জ
জাগো নিউজ : রবিবার, জুলাই ৫, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ কে এর পক্ষ থেকে হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ শহরের আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নগদ টাকা বিতরণ কল্পে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সফর আলী।

এসোসিয়েশন ইউ কে সংগঠনের পক্ষে নবীগঞ্জ টিম নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান সফলে সহায়তা করেন সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি ও এটিএম ফোয়াদ হাসান রাজন। করোনা ভাইরাস মহামারীতে হতদরিদ্র পরিবারের লোকজন মধ্যে মানবিক সহায়তা নামে হাত বাড়িয়ে হবিগঞ্জ বৃন্দাবন কলেজেের সাবেক স্টুডেন্ট এসোসিয়েশন ইউ কে। নবীগঞ্জ টিম নামে মানবিক সহায়তায় নবীগঞ্জ পৌরসভা,নবীগঞ্জ সদর ইউনিয়ন,উপজেলার করগাঁও ইউনিয়ন ও বাউসা ইউনিয়নের ৮০ টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এসময় উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল অালম, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা গণফোরামের সদস্য সচিব মুরাদ আহমদ, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, সাইফুর রহমান রাজন,সৈয়দ শিহাব আহমেদ প্রমূখ।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সফর আলী বলেন, হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ কে এর পক্ষে মানবিক সহায়তা নামে হতদরিদ্র পরিবারের লোকজনের মধ্যে নগদ অর্থ বিতরণ করায় সংগঠন সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবীগঞ্জ টিমের মানবিক সহায়তা অনুষ্ঠান সফলে দায়িত্ব প্রাপ্ত সাবেক ছাত্র অলিউর রহমান অলি ও এটিএম ফোয়াদ হাসান রাজনের তত্ত্বাবধানে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় উপস্থিত সকলের প্রতি তিনি ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !