বিশ্বনাথে র্যাবের অভিযান : হত্যা মামলার আসামী গ্রেপ্তার
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২০, ৬:৫৪ অপরাহ্ণসিলেটের বিশ্বনাথে ওয়াহাব আলী (৫৬) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার মনোকুপা গ্রামের মৃত হাফিজ উল্লার ছেলে। গত ২৪জুন ওয়াহাব আলীর বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দায়েরকৃত হত্যা মামলা নং ১৬।
বুধবার (১৯আগষ্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে র্যাব-৯ এর কোম্পানী কমান্ডার ও সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটের হায়দারপাড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ওই রাতেই তাকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) এ,কে, এম কামরুজ্জামান ‘জাগো নিউজ’কে জানান, মঙ্গলবার (১৮আগষ্ট) রাতে র্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে হায়দারপাড় বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, মনোকুপা গ্রামের চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি ওয়াহাব আলীকে থানায় হস্তান্তরের পর জেলহাজতে পাঠানো হয়েছে।