হঠাৎ বন্ধ হয়ে যাওয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের আরও একটি গ্যাসকূপ উৎপাদনে এসেছে। ফলে বন্ধ থাকা ৬টি কূপের মধ্যে এখন ৫টিই উৎপাদনে এলো। সেই হিসাবে দু’এক দিনের মধ্যে গ্যাসের ভোগান্তি কমে আসবে বলে আশা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান ৫টি কূপ চালু হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান- শেভরন বাংলাদেশ বিবিয়ানা গ্যাসক্ষেত্রে তাদের সম্পূর্ণ কার্যক্রম শুরু করেছে। ছয়টি ক্ষতিগ্রস্ত কূপের মধ্যে পাঁচটি থেকে এখন গ্যাস উৎপাদন করা হচ্ছে। গত ৩ এপ্রিল দুইটি প্রসেস ট্রেন ও ৬টি কূপ বন্ধ হওয়ার পর একে একে আবার তা চালু করা হচ্ছে। ৬ নম্বার কূপটি এখনো বন্ধ রয়েছে। হঠাৎ করে গ্যাস উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
গত রবিবার সকালে হঠাৎ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তাই জরুরি ভিত্তিতে দুটি প্রসেস ট্রেন ও ছয়টি কূপের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে রোববার দুপুর থেকে গ্যাসের সংকট দেখা দেয়।
* বিবিয়ানায় আকস্মিক গ্যাস উৎপাদন বন্ধ