বিফল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২:২৯ অপরাহ্ণবারো আনা গেলো ঘুমে
চার আনা গেলো রঙ্গে
হেসে খেলে গেলো দিন
উজান ভাটির তরঙ্গে
আসল নকল খুঁজে দেখলামরে,,,,
ভোলামনো রে,,,।।
কাম রিপু লোভ লালসায়
রইলাম মোহে আবেগের ঘোরে
নিজের মাঝে আছে যেজন
খুঁজলাম একবার তারে
সারাজনম রইলাম ভুলের পরে রে,,
ভোলামনো রে,,,,।।
আয়ু আমার দিনে দিনে
শেষ হইলো লীলা খেলা
দুনিয়ায় রইলাম মজে
ঘাটে নাই পারের ভেলা
১৬ আনাই গেলো বিফলে রে
ভোলামনো রে,,,,।।