বিএন উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৬ অপরাহ্ণসুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ে হলরুম প্রাঙ্গণে ২৩ সেপ্টেম্বর সকাল ১১ টায় বন্ধু সমাজ কল্যান সংস্থা ও কামাল মিয়ার অর্থায়নে পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৫২ জন গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ এক হাজার করে মোট বায়ান্নহাজার টাকা অর্থ বিতরণ করা হয়।
সভায় পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি হাজী মোজাহিদ গনীর সভাপতিত্বে খালেদ আহমেদ রাজ ও মোঃ রুনু মিয়ার যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, বিশেষ অতিথি ছিলেন পাইল গাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃমখলুছ মিয়া, বিশেষ অতিথি ছিলেন পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের প্রধান পংকজ কান্তি তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদ, অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন , জগন্নাথপুর পৌর কাউন্সিল গিয়াস উদ্দিন, পাইগাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আহাদ,পাইলগাঁও বি এন উচ্চ বিদ্যালয়ের ,শিক্ষানুরাগী সদস্য কয়ছর রশিদ,আলীম উদ্দিন, তানভীর আহমদ,সাইফুর রহমান সোহাগ,অলিউর রহমান সাফুর,বাসুদেব চক্রবর্তী, বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আফরিনা আক্তার, সালমা বেগম,পাফিয়া আক্তার, প্রমুখ।