Logo

বিএনপি নেতা আঙ্গুর মিয়ার মৃত্যুতে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার শোক

প্রেস রিলিজ / ২০৯ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বিএনপির সিনিয়র নেতা শাহ আঙ্গুর মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির সিনিয়র নেতা শাহ আঙ্গুর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া।

রবিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর শোক প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়া নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বিএনপির সিনিয়র নেতা শাহ আঙ্গুর মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, শাহ আঙ্গুর মিয়া বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন, দলের এই দুর্দিনে তার চলে যাওয়া দলের ভিতর বিরাট এক শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা পূরণ হওয়ার মতো নয়। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !