Logo
শিরোনাম :
গাবদেব ক্রিকেট টুর্নামেন্টে পানিউমদা বিজয় ক্লাব চ্যাম্পিয়ন চুনারুঘাটে ‘অভাবে’ স্ত্রী ও বড় ছেলেকে হত্যার পর নিজেও ঝুললেন ফাঁসিতে নবীগঞ্জে বাড়ি-বাড়ি গিয়ে ইফতারসামগ্রী পৌঁছে দিলো ইউএসও দি মডার্ন কে. জি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত অনুষ্ঠিত মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী

বিএনপির সৃষ্টি হয়েছে আইএসআই’র হাত ধরে – হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট
জাগো নিউজ : শনিবার, জুন ৪, ২০২২

image_pdfimage_print

‘বিএনপির সৃষ্টি হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র হাত ধরে। এদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন বিরোধী কর্মকাণ্ড করার এদের লক্ষ্যই হচ্ছে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাঁধাগ্রস্ত করার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শনিবার (৪ জুন) দুপুরে হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির।

‘বিগত নির্বাচনগুলো খারাপ হয়েছে এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন হবে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন মাহবুবউল আলম হানিফ। এ প্রসঙ্গে হানিফ বলেন, ‘৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী নির্বাচন করে আপনারা রাষ্ট্র ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, এদেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে ক্ষমতাচ্যুত করেছিল, ৫০ দিনের মাথায় আপনাদের টেনে হেচরে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিলাম আমরা। আন্দোলন-সংগ্রাম করে সরকার পতনের ক্ষমতা বাংলাদেশ আওয়ামী লীগ রাখে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শিখর এই বাংলার মাটির জমিনে।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো সময় টালবাহানা করেনি, আওয়ামী লীগ জনগণের সমর্থন নিয়ে বার বার ক্ষমতা এসেছে, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের উন্নয়ণ কর্মকাণ্ডে বাঁধাগ্রস্ত করার নামে আন্দোলনের নামে যদি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চান তাহলে বাংলার জনগণ অতীতের মতোই আবার উচিত শিক্ষা দিয়ে দিবে সেজন্য প্রস্তুত থাকবেন।

তত্বাবধায়ক সরকারের বিধান উচ্চ আদালত বাতিল করেছে, বিএনপি যদি তত্বাবধায়ক সরকার ফিরে আনতে চায় তাহলে উচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করার পরামর্শ দিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সম্মেলনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে এম এ মোতালিব ও সাধারণ-সম্পাদক হিসেবে আব্দুর রহমানকে মনোনীত করা হয়। এরআগে সকাল হতে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন। কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল লোকে লোকারন্য হয়ে উঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !