Logo

বাহুবলে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসকর্মীসহ নিহত ৩

করেসপন্ডেন্ট,বাহুবল
জাগো নিউজ : শুক্রবার, জুলাই ৩১, ২০২০

image_pdfimage_print

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে  বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মীসহ প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন কালিবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা গার্মেন্টস কর্মীরা হলেন, সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রুহেলের স্ত্রী শাহিদা (৩৫), পিরোজ মিয়ার মেয়ে মালেহা (৩৫) ও নিহত প্রাইভেটকার চালকের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, ঢাকা গাজীপুর থেকে ঈদুল আজহার ছুটিতে গার্মেন্টস শ্রমিক শাহিদা স্বামীসহ একই এলাকার তিন সহকর্মীকে নিয়ে শুক্রবার ভোর রাতে প্রাইভেটকার (ঢাকামেট্রো-গ-১৪-১৬১২) যোগে গ্রামের বাড়িতে ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দানারায়ন কালিবাড়ি নামক স্থানে পৌছামাত্রাই বিপরীত দিক থেকে আসা মনোহরদী পরিবহনের ( ঢাকা মেট্রো-ব-১৪৭৬১৯) একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই চালক ও গার্মেন্টস কর্মী মালেহা নিহত হন এবং চার জন গুরুতর আহত হন। পরে গুরুতর
আহত অবস্থায় শাহিদাক্র বাহুবল হাসপাতালে নেওয়ার পর গার্মেন্টস কর্মী শাহিদা মৃত্যুবরণ করেন।
অপর আহতরা হলেন-সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার দশঘর গ্রামের রাহুলের স্ত্রী পিরোজ মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫), শুকুর আলীর ছেলে রুহুল (৩০) ও শহিদ মিয়ার মেয়ে নাজমা (৩০)।

পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে, ‘জাগো নিউজকে’বলেন, প্রাইভেট কারটি নিয়মবহির্ভূত অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণেই হয়তো দূর্ঘটনার স্বীকার হয়েছে। নিহত প্রাইভেট কার চালকের পরিচয় এখনও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !