বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের স্নানঘাট বাজার হইতে মুদাহরপুর গ্রামের প্রায় ৫’শ ফিট’ এল,জি,ই,ডি এর অন্তর্ভুক্ত আঞ্চলিক রাস্তা নিজের অর্থায়নে মেরামত করে দিয়েছেন চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম।
জানা যায়,স্নানঘাট বাজার হইতে চলে যাওয়া মুদাহরপুর রাস্তার দক্ষিন স্নানঘাট নামক ব্রিজের উত্তর অংশের প্রায় ৫’শ ফিট রাস্তার পিচ ভেঙে যায়।এতে সৃষ্টি হয় কাদা নর্দমা। ফলে স্নানঘাটসহ মুদাহর গ্রামের প্রায় তিন হাজার লোকের যাতায়াতে ঘটে বিঘ্নতা। এতে যানবাহন সহ জনসাধারণ এ রাস্তা ব্যবহারে পরেন চরম ভোগান্তিতে।
আজ মঙ্গলবার (১০ জুন) উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম তাঁর ইউনিয়নের জনগনের এমন দূর্ভোগের বিষয় টি মাথায় নিয়ে নিজ অর্থায়নে রাস্তায় ইটের কংক্রিট ফেলে চলাচলের ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম ‘‘জাগো নিউজ’’কে জানান,যদিও সরকারি রাস্তা,দীর্ঘ দিন যাবত এ রাস্তা ব্যবহারের অনুপযোগী হওয়ায় আমার ইউনিয়নের জনগনের চলাচলের অসুবিধার ব্যাপারটা মাথায় নিয়ে নিজ টাকায় রাস্তা সংস্কার করে দিয়েছি।
এলাকাবাসী জানান,দীর্ঘ দিন বহু কষ্টের ফলে আমরা এ রাস্তায় চলাচল করছি। চেয়ারম্যান সাহেব মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়ে এমন কাজ করে দেয়ায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।