বাহুবলে শেখ রাসেল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৩ অপরাহ্ণ
বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে শেখ রাসেল টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে সাতকাপন ইউনিয়নের হামিদনগর ঈদগাহ সংলগ্ন মাঠে উক্ত ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শহীদুল ইসলাম শাহীর
সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সংগ্রামী সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের সদস্য আয়াত আলী, বাহুবল উপজেলা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের সভাপতি হুমায়ূন রশিদ জাবেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরজু মিয়া, সিলেট বেতারের শিল্পী ও বঙ্গবন্ধু সংস্কৃতিক ফোরাম বাহুবল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম চৌধুরী (মকুল), বাহুবল উপজেলা দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজন আখঞ্জী।
এছাড়াও বক্তব্য রাখেন- মহসিন, আমিনুল ইসলাম রাসেল, শাহীন আহমেদ, জুবেদ মিয়া প্রমূখ।

