বাহুবলে রাতে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৮:০৫ অপরাহ্ণদীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক – প্রেমিকাকে রাতে দেখা করতে বলেন প্রেমিক ফয়ছল। প্রেমিকের ডাকে সাঁড়া দিয়ে দেখা করতে আসেন প্রেমিকা। অতঃপর বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন প্রেমিক ফয়ছল।
এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে। ওই তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি ধামাচাপা দিতে মাতব্বররা তৎপর হয়ে উঠেছে।
শনিবার বিকালে ওই তরুণীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একই গ্রামের ফয়ছল মিয়ার সঙ্গে ওই তরুণীর ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো।
গত ২৬ আগস্ট গভীররাতে ফতেপুর এলাকায় ফয়ছল তার ফার্নিচারের দোকানে ওই তরুণীকে ফোন করে আনে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
হবিগঞ্জ সদর থানার এসআই মহিন উদ্দিন হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। এ বিষয়ে তিনি ‘জাগো নিউজ’ – কে জানান, তদন্ত চলছে। তবে ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।