বাহুবলে বাস ও জীপের সংঘর্ষে নিহত ২ : আহত ৪
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২০, ৪:০০ অপরাহ্ণহবিগঞ্জের বাহুবলে বাস-জীপের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার দুপুরে বাহুবল-শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মৌলভীবাজাডর জেলার শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের ছেলে জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও বাহুবল উপজেলার রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিল স্ত্রী অঞ্জলী (৭০)।
বাহুবল উপজেলার কমাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম জানান- দুপুরে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বাহুবল-শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জীপের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই জীপের চালক সঞ্জিত নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।