Logo

বাহুবলে বাস ও জীপের সংঘর্ষে নিহত ২ : আহত ৪

করেসপন্ডেন্ট,বাহুবল / ১৪৪ বার পঠিত
জাগো নিউজ : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের বাহুবলে বাস-জীপের সংঘর্ষে দুই জন নিহত ও অন্তত ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার দুপুরে বাহুবল-শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মৌলভীবাজাডর জেলার শ্রীমঙ্গল উপজেলার লছনা সাতগাও এলাকার সনয় কর্মকারের ছেলে জীপচালক সঞ্জীত কর্মকার (৩৮) ও বাহুবল উপজেলার রশিদপুর বাগান এলাকার চা শ্রমিক অনিল স্ত্রী অঞ্জলী (৭০)।

বাহুবল উপজেলার কমাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সেলিম জানান- দুপুরে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহি বাসের সাথে বাহুবল-শ্রীমঙ্গল পুরাতন মহাসড়কের রশিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি জীপের মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলেই জীপের চালক সঞ্জিত নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো ৫ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক অঞ্জলিকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে নিয়ে আসে।

 


অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
error: কপি করা নিষেধ !
error: কপি করা নিষেধ !