হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে মারা গেলেন আনিসুল রহমান চৌধুরী কামাল নামে এক সদস্য প্রার্থী। রোববার (৩০ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা যায়- আনিসুল রহমান চৌধুরী কামাল বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের রাজসুরত গ্রামের দেওয়ান আলফু মিয়ার ছেলে। তিনি পুটিজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী ছিলেন। তার প্রতীক ছিল বৈদ্যুতিক পাখা।
জানা যায়, সোমবার (৩১ জানুয়ারি) পুটিজুরি ইউনিয়ন পরিষদের নির্বাচন।
নির্বাচনের আগের দিন রাত রবিবার (৩০ জানুয়ারি) রাতে ১০টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে বাড়িতে মারা যান। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পুটিজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুদ্দত আলী জানান, আনিসুল রহমান চৌধুরী কামাল দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন।
এ প্রসঙ্গে হবিগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ছাদেকুর রহমান বলেন, নির্বাচনের কয়েক ঘণ্টা আগে সাধারণ সদস্য প্রার্থী মারা যাওয়ার খবর শুনেছি। তবে ওই ওয়ার্ডের অন্যান্য প্রার্থীদের মধ্যে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।