হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগকালে চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২২) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার সদর ইউনিয়নের রাজাপুর বাজারে চেয়ারম্যান প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া মার্কার সমর্থনে নির্বাচনী গণসংযোগ চলাকালে এ ঘটনা ঘটে।
নিহত যুবক আল আমিন উপজেলার মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র।
স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার রাতে উপজেলার রাজাপুর গ্রামে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী তার সমর্থিত লোকজনকে নিয়ে গণসংযোগ করছিলেন। এ সময় গনসংযোগ চলাকালে মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর পুত্র আল আমিনকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে লুটিয়ে পড়ে।
তাৎক্ষণিক সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আল আমিনকে মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর বিষয়টি প্রচারের পরপরই ঘটনাস্থল এলাকায় থমতমে অবস্থা বিরাজ করছে।
এ প্রসঙ্গে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান বলেন, এঘটনায় আমরা ঘটনাস্থলে আছি, আমরা কাজ করছি।
উল্লেখ্য, ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।