বাহুবলে চোরাই গরু পাচারকালে দুই চোর আটক
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৪:৪২ অপরাহ্ণহবিগঞ্জের বাহুবলে গভীর রাতে সিএনজি যোগে চোরাই গরু পাচারকালে দুই চোরকে আটক করেছে বাহুবল মডেল থানা পুলিশ। মঙ্গলবার ৮ই সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় ৩টার দিকে তাদের আটক করা হয়।
জানা যায়, বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের আব্দাল মিয়ার একটি গরু মঙ্গবার রাতে চুরি করে নিয়ে যায় চোরেরা। তারা সিএনজি যোগে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে গরু পাচারের সময় রাস্তায় টহলকারী পুলিশের নজরে আসলে, বাহুবল মডেল থানার এস আই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কলেজ গেইটের সামনে তাদেরকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত চোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের বাড়ি উপজেলার দক্ষিণ ডুবাঐ গ্রামে বলে জানায় চোরেরা। গরু চোররা হলেন দক্ষিণ ডুবাঐ গ্রামের বন বাড়ীর ছুরত আলীর ছেলে সিএনজি মালিক ও চালক নুর ইসলাম(২৩) একি বাড়ীর আব্দুর রউফ এর ছেলে হাফিজ মিয়া(২০)। খবর পেয়ে গরুর মালিক আব্দাল মিয়া সহ এলাকার লোকজন থানায় এসে তাদের গরু চিহ্নিত করেন।পরে গরুর মালিক আব্দাল মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন, বুধবার বিকেলে গরু চোর নুর ইসলাম ও হাফিজ মিয়াকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।