বাহুবলে ঘরে ঘরে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিল ‘পুওর কেয়ার কুইক রেস্পন্স টিম’
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০, ৫:৪১ অপরাহ্ণসংবাদদাতা, জাগো নিউজ: আর্তমানবতার সেবায় নিয়োজিত বাহুবল উপজেলা প্রশাসন দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘পুওর কেয়ার কুইক রেস্পন্স টিম’র উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০মে)দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, হত-দরিদ্র, কর্মহীন, অভাবগ্রস্থ এমন ৬২ পরিবারের মধ্যে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে।
এ সময় উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন ‘পুওর কেয়ার কুইক রেস্পন্স টিম’র কো-অর্ডিনেটর আব্দুল কাদির চৌধুরী বাবুল,টিমের সদস্য সত্য প্রিয় দেব,টিমের সদস্য ও সমাজ কর্মী এম এ মজিদ তালুকদার, ফয়সল আহমেদ সোহেল, সমাজ কর্মী সদস্য, মোঃশামিম আহমেদ, সদস্য ও সমাজকর্মী, সদস্য টিপু সুলতান জাহাঙ্গীর, মোঃ মাসুক মিয়া, সমাজকর্মী মোহাম্মদ ইয়াকুত, সদস্য মোঃ মামুন চৌধুরী ও শাহ মোঃ দুলাল আহমেদ, সাইফুর রহমান প্রমূখ।