বাস চালক ঘুমে : নিয়ন্ত্রন হারিয়ে বাস – ট্রাকের সংঘর্ষ : আহত ২০
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুন ২০২০, ৮:০১ অপরাহ্ণস্টাফ করেসপন্ডেন্ট,জাগো নিউজ : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার নামকস্থানে এনা পরিবহনের যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের (সদরঘাট) নতুন বাজার নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উল্লেখিত সময় সিলেটগামী এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো (ব ১৪-৭২০৯) উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজার এলাকায় পৌঁছামাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী মালবাহী ট্রাক সিলেট মেট্রো (ঢ ১১-০৫২২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক-হেলপারসহ এনা পরিবহন বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন । তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বাসের যাত্রীদের অভিযোগ, বাস চালক ঘুমিয়ে ছিল সেজন্যই দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম কাজ করছে।