Logo

বার্সার পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না মেসি

স্পোর্টস ডেস্ক
জাগো নিউজ : শুক্রবার, আগস্ট ২১, ২০২০

image_pdfimage_print

বার্সেলোনার নব নিযুক্ত কোচ রোনাল্ড কোম্যানকে মেসি জানিয়ে দিয়েছেন, বার্সেলোনায় এখন তিনি এক অন্ধকারে ডুবে আছেন। পরিষ্কার কোনো ভবিষ্যৎ দেখছেন না।

বৃহস্পতিবার বিকালেই ক্লাবের ভবিষ্যৎ নিয়ে কোম্যানের সঙ্গে কথা বলেছেন মেসি। এসময় তিনি এসব কথা বলেন।

তবে বার্সা ছেড়ে যাওয়ার কোনো পরিকল্পনা থাকলে তা মাথা থেকে ঝেড়ে ফেলে নতুন উদ্যমে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন কোম্যান।

কোম্যান জানিয়েছেন, মেসি এখনও অপরিহার্য এবং তাকে কেন্দ্র করেই ক্লাব বার্সেলোনাকে ঢেলে সাজাতে চান তিনি। তবে ডাচ কোচের এমন আশার বাণীতে পটেননি মেসি। তার চোখে-মুখে বায়ার্ন মিউনিখের কাছে দুই হালি গোল হজমের সেই দুঃখসহ বেদনার ছায়াই স্পষ্ট হয়েছে। ক্লাবের কাছে নিজেকেই বোঝা মনে হচ্ছে তার।

তবে চাইলেই যে, বার্সা ছেড়ে দেয়া যায় না সেই বাস্তব উপলব্ধিটাও রয়েছে মেসির। কারণ কাতালানদের সঙ্গে আরও এক বছর চুক্তি রয়েছে তার। তা ছাড়া বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউ এখনও মেসির পক্ষেই। যেভাবেই হোক মেসিকে ধরে রাখতে চান তিনি। সভাপতিকেও এভাবে অসম্মানিত করতে পারছেন না মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !