বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি ৩শ পিস ইয়াবাসহ গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ আগস্ট ২০২০, ১:৫২ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে ৩০০ লিস ইয়াবা গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে তাকে গ্রেফতার করা হয়।
মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে এবং বানিয়াচং উপজেলা ছাত্রলীগের সভাপতি।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম ‘জাগো নিউজ’কে বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিসারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়।’
হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা এঘটনার সত্যতা নিশ্চিত করে ‘জাগো নিউজ’কে বলেন, ৩০০ পিস ইয়াবা মামুনের কাছ থেকে পাওয়া গেছে । এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
