Logo

বানিয়াচংয়ে সংঘর্ষ থামাতে গিয়ে বৃদ্ধ’র প্রাণহানি

স্পেশাল করেসপন্ডেন্ট
জাগো নিউজ : মঙ্গলবার, এপ্রিল ২০, ২০২১

image_pdfimage_print

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের মধ্যে চলা সংঘর্ষ থামাতে গিয়ে হোসেন আহমদ (৪৫) নামে এক বৃদ্ধ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪ টার দিকে বানিয়াচং উপজেলার প্রথমরেখ মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত হোসেন আহমদ উপজেলার যাত্রাপাশা প্রথমরেখ মহল্লার হাজী আব্দুল ওয়াকিল মিয়ার ছেলে।

পুলিশ জানায়- উপজেলার প্রথমরেখ মহল্লার নুরুল হোসেন ও সামায়ুন মিয়ার মধ্যে হাঁসে ধান খাওয়া নিয়ে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় হোসেন আহমদ সংঘর্ষ থামাতে গেলে তার মাথায় লাঠির আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !