বানিয়াচংয়ে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদণ্ড
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২০, ৪:৪৪ অপরাহ্ণবানিয়াচংয়ে গর্ভধারিণী মায়ের অভিযোগে মনসুর আহমেদ (৪৫) নামের মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত মনসুর বানিয়াচং সদরের দেওয়ান দিঘীর দক্ষিণ পাড় গ্রামের মৃত আরকান আলীর ছেলে।
তার মা হাজেরা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে বানিয়াচং থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ২০ আগষ্ট রাত ১২ ঘটিকায় গাজাসহ তাকে গ্রেফতার করা করে।পরে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মাসুদ রানা মা এবং আপন ভাইয়ের সাক্ষীতে এবং প্রাপ্ত আলামতের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত আসামিকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, মনসুর আহমদের বিরুদ্ধে মাদকের কয়েকটি মামলা রয়েছে। সে ইতি পূর্বেও বেশ কয়েকবার মাদকের মামলায় জেলে ছিল। তিনি আরো বলেন হবিগঞ্জের সু-যোগ্য পুলিশ সুপারের নির্দেশনায় বানিয়াচং থানা পুলিশ মাদক জুয়া দাঙ্গাসহ সকল প্রকার অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে।