বানিয়াচংয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০২০, ৮:৩৯ অপরাহ্ণবানিয়াচং উপজেলায় বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে বানিয়াচং উপজেলার বড়বাজারে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।
এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি করায় আমীর হোসেনকে ১০ হাজার টাকা ,আওলাদ মিয়াকে ১০ হাজার টাকা ও মহিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান ঊর্মি জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে ।
এসআই ছাত্তারের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।