বানিয়াচংয়ে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২:৩৪ পূর্বাহ্ণহবিগঞ্জের বানিয়াচংয়ে জলাতঙ্ক নির্মূলে টিকাদান,পারস্পরিক সহযোগিতা বাড়ান এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২০ পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচও ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ পরান’র সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্লুটো চক্রবর্তীর পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য এস এম খোকন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম কিবরিয়া, ডাঃ নাহিদ আফরোজ নিশি, ডাঃ সুপ্তা বর্ধন, ডাঃ মইনুল ইসলাম, ডাঃ আবু ইবনে সিনা, ডাঃ খালেদ মোশারফ, ডাঃ তাহমিদ ইয়াসমিন মিতু,বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।