বানিয়াচংয়ে নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রারদের সাথে প্রশাসনের মতবিনিময়
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ আগস্ট ২০২০, ৪:৫৭ অপরাহ্ণহবিগঞ্জের বানিয়াচংয়ে বাল্যবিবাহ, মাদক, জুয়া ও জঙ্গী প্রতিরোধে নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রারদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগষ্ট সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নিকাহ্-তালাক রেজিষ্ট্রার সমিতি বানিয়াচং উপজেলা শাখার আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রার সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ক্বাজী মাওলানা আব্দুর রাজ্জাক, উসমান গণি, আব্দু জলিল, দ্বীপক কুমার গোপ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সহসভাপতি হাবিবুর রহমান চৌধুরী প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার প্রতিটি ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত নিকাহ্ ও তালাক রেজিষ্ট্রাররা উপস্থিত ছিলেন।
বাল্যবিবাহ, মাদক, জুয়া ও জঙ্গী প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহবান জানান।