Logo

বানিয়াচংয়ে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের সাথে পুলিশের মতবিনিময়

করেসপন্ডেন্ট,নবীগঞ্জ
জাগো নিউজ : রবিবার, অক্টোবর ১৮, ২০২০

image_pdfimage_print

অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল শেখ মোঃ সেলিম বলেছেন স্বাস্থ্যবিধি মেনে পূজা মন্ডবে প্রবেশ এবং মাস্ক ব্যবহারসহ সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। মন্ডবে প্রবেশ ও বাহিরের জন্য আলাদা রাস্তা করতে হবে।

কোন রকম ঝটলা বাধানো যাবেনা। পূজা চলা কালিন পুলিশ টহল অব্যাহত থাকবে। যেকেউ নাশকতা করতে চাইলে পুলিশের নাম্বারে ফোন দেবেন। জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম স্যারের নেতৃত্বে আপনাদের নিরাপত্তায় আমারা সার্বক্ষনিক কাজ করে যাচ্ছি। পূজার মাধ্যমে মনের অশুরকে ধ্বংশ করতে হবে।

১৮ অক্টোবর রবিবার সকাল ১১ ঘটিকায় বানিয়াচং থানা কমপ্লেক্সে আয়োজিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বানিয়াচং পূজা কমিটির নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের সভাপতিত্বে ও এস আই আব্দু ছাত্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, রামকৃষ্ণ মিশনের সাধারন সম্পাদক স্বপন কুমার দাশ, হিন্দু বৌদ্দ খিষ্টান পরিষদের সভাপতি বিপুল ভূষন রায়, সাধারন সম্পাদক কাজল চ্যাটার্জি, পুজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ দেব, সাবেক ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, দ্বীপক গোপ, স্বজল কান্তি গোপ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !