বানিয়াচংয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০২০, ৫:৪৯ অপরাহ্ণবানিয়াচংয়ে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০২ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার ইফফাদ আরা জামান ঊর্মি।
বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মামুন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম, উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, এস আই শিমুল রায় প্রমুখ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।