বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে আহত শিশুর মৃত্যু
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ সেপ্টেম্বর ২০২০, ৮:৪৬ অপরাহ্ণহবিগঞ্জের বানিয়াচংয়ে ছাদ থেকে পড়ে আহত হওয়ার একদিন পর আতহার উদ্দিন বিলাল (১০) নামে একটি শিশু মারা গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিলাল বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের নিজাম উদ্দিন খন্দকারের ছেলে। সে দারুল কোরআন টাইটেল মাদরাসার ছাত্র। মাদরাসার শিক্ষা সচিব মাওলানা গোলাম কাদির ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় মসজিদের দ্বিতীয় তলায় বল নিয়ে খেলতে যায় বিলাল। বলটি ছাদের কার্নিশে আটকে গেলে, সেটি আনার চেষ্টা করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায় সে। এতে তার হাত এবং পা ভেঙে যায়, গুরুতর আঘাত পায় বুকেও। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।