বানিয়াচংয়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২০, ৫:৫৭ অপরাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।
০১ অক্টোবর সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগন অংশ গ্রহন করেন।
মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রভাষক লতিফ হোসেন, আওয়ামীলীগ নেতা নানু মিয়া, বিশ্বজিত দাশ. উপজেলা যুবলীগ নেতা শামছুল হক আখনজী, আফরোজ মিয়া, নাসির উদ্দিন, কাজী শাহজাহান, শেখ আজিজুল হক, শেখ আলাউদ্দিন, মোফাজ্জল হোসেন, সালেহ আহমেদ, আবুল কাশেম, শেখ জহর আমিন, শাহজাহান প্রমূখ। বক্তারা বলেন-নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এবং ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে জনসভায় প্রধানমন্ত্রীর নিকট কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছিল।
সেই দাবির পেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় তারা প্রধানমন্ত্রী, প্রয়াত আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি,এমপি আব্দুল মজিদ খানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন-নাগুড়ায় এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপন করা হউক এটা হবিগঞ্জ জেলাবাসীর দাবী এবং এখানে প্রায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামোও বিদ্যমান। ইচ্ছে করলে এখনই শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সরকারের অন্তত ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।
