Logo
শিরোনাম :
মেয়ের সুস্থতা কামনায় দোয়া চাইলেন এমপি মিলাদ গাজী শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার নবীগঞ্জে নববধূকে ঘরে তোলা হলনা সুবেদের নবীগঞ্জে দলিল লিখক সমিতির সভাপতি রুহেলসহ ৪ জুয়াড়ি গ্রেফতার ৭ মার্চের ভাষণ ছিল যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা – এমপি মিলাদ গাজী নবীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে ফ্রি চক্ষু সেবা-ঔষধ দিল আইসিআরটি নবীগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত : বখাটের এক বছরের সাজা প্রতারণা মামলায় আউশকান্দি ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ ৫জন কারাগারে নবীগঞ্জ পৌরসভায় তিনদিন ব্যাপী অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধন

বানিয়াচংয়ে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন

করেসপন্ডেন্ট,বানিয়াচং
জাগো নিউজ : বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২০

image_pdfimage_print

হবিগঞ্জের বানিয়াচং নাগুরা ধান গবেষণা কেন্দ্রে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন করেছে এলাকাবাসী।

০১ অক্টোবর সকালে বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়ন সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আইনজীবি, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগন অংশ গ্রহন করেন।

মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রভাষক লতিফ হোসেন, আওয়ামীলীগ নেতা নানু মিয়া, বিশ্বজিত দাশ. উপজেলা যুবলীগ নেতা শামছুল হক আখনজী, আফরোজ মিয়া, নাসির উদ্দিন, কাজী শাহজাহান, শেখ আজিজুল হক, শেখ আলাউদ্দিন, মোফাজ্জল হোসেন, সালেহ আহমেদ, আবুল কাশেম, শেখ জহর আমিন, শাহজাহান প্রমূখ। বক্তারা বলেন-নাগুড়া কৃষি ফার্মকে কেন্দ্র করেই, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান এবং ২০১৪ সালের ২৯ নভেম্বর হবিগঞ্জে জনসভায় প্রধানমন্ত্রীর নিকট কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবী জানানো হয়েছিল।

সেই দাবির পেক্ষিতেই সম্প্রতি জাতীয় সংসদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ায় তারা প্রধানমন্ত্রী, প্রয়াত আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত, শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনি,এমপি আব্দুল মজিদ খানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন-নাগুড়ায় এলাকায় “হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়” স্থাপন করা হউক এটা হবিগঞ্জ জেলাবাসীর দাবী এবং এখানে প্রায় ১০০ একরের উপরে সরকারি খাস জমি ও হাজার হাজার একর কৃষি-অকৃষি জমি রয়েছে এবং প্রয়োজনীয় অবকাঠামোও বিদ্যমান। ইচ্ছে করলে এখনই শিক্ষা কার্যক্রম চালু করা সম্ভব। এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সরকারের অন্তত ৫০০ কোটি টাকা সাশ্রয় হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

অন্যান্য সংবাদ
Theme Created By ThemesDealer.Com
x
error: কপি করা নিষেধ !
x
error: কপি করা নিষেধ !