বানিয়াচংয়ে করোনা দূর্যোগে শিক্ষার মানোন্নয়নে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২০, ৮:৪৬ অপরাহ্ণহবিগঞ্জের বানিযাচংয়ে করোনা দূর্যোগে শিক্ষার মানোন্নয়নে প্রাক-প্রাথমিক,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিডি মোঃ মহিউদ্দিন আহমেদ তালুকদারের সাথে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ ব ম আসাদুল আলমের আয়োজনে ও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট রৌশনারা খাতুনের সভাপতিত্বে আয়োজিত সভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি ও বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, এসএমসি সভাপতি কাজল চ্যাটার্জিসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। এছাড়া হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার শিক্ষা বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা, প্রতি উপজেলার ৩ জন এসএমসি সভাপতি/সদস্য, ৪জন অভিভাবক ও ৩ জন করে শিক্ষার্থী সভায় অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ মহিউদ্দিন আহমেদ তালুকদার প্রাক-প্রাথমিক,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিডি বলেন, করোনা ভাইরাসের কারণে সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় সংসদ টেলিভিশনসহ অনলাইন স্কুল চালু রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে টেলিভিশন ও অনলাইনে পরিচালিত ক্লাসগুলো দেখতে হবে।
এছাড়া শিক্ষার মানোন্নয়নে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয় ঘটিয়ে শিক্ষার মান আরো এগিয়ে নিতে হবে। সম্মিলিত ভাবে চেষ্টা করলেই শিক্ষার্থীদের মান সম্মত শিক্ষায় শিাক্ষত করা সম্ভব হবে। এছাড়া করোনা দূর্যোগে শিক্ষারমান ধরে রাখতে শিক্ষকদেরকে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে যোগাযোগ অব্যাহত রাখার নির্দেশ প্রদান করেছেন।