বানিয়াচংয়ে এক মহিলার লাশ উদ্ধার
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২০, ৮:৩৪ পূর্বাহ্ণকরেসপন্ডেন্ট,জাগো নিউজ :
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়নের একটি খাল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২৬মে ) সকাল ৯ টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নেপাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালের উত্তরপ্রান্তে পানি থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মহিলার পরিচয় জানা যায়নি।
জানা যায়, সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নেপাহাড়পুর গ্রামের পশ্চিম মির্জাপুর-গরচিয়া খালে একটি ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখতে পান স্থানীয়রা । পরে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।
অজ্ঞাত পরিচয়ে মহিলাটির বয়স অনুমান ৬৫ থেকে ৭০ বছর। মহিলাটিকে কেউ চিনতে পারলে সনাক্ত করার জন্য বানিয়াচং থানার অফিসার ইনচার্জ’র মুঠোফোনে (নং-০১৭১৩৩৭৪৪০৪) অথবা ডিউটি অফিসারের নাম্বারে ০১৭৩৩২৪১০৫১ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।