বানিয়াচংয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২০, ২:৩৬ পূর্বাহ্ণ“সংকটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মেলে” এই শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে বানিয়াচং উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ইফফাতা আরা জামান ঊর্মির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক, জেলা ইমাম সমিতির সভাপতি ক্বাজী মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাশ, উপজেলা নির্বাচন অফিসার আরমান ভূইয়া,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাফর ইকবাল চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সম্পদ কান্তি দাশ তালুকদার প্রমুখ।