বানিয়াচংয়ের যাত্রাপাশায় ভাতিজার বল্লমের আঘাতে চাচা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উপজেলার যাত্রাপাশা গ্রামের ইরফান উল্লার দুই ছেলে সাহাব উদ্দিন ও হারুন মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। ওই দুই পরিবারের শিশুদের খেলাকে কেন্দ্র করে রোববার
বিকেলে সাহাব ও হারুনের স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে গতকাল সোমবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হারুনের ছেলে আনোয়ার হোসেন ফিকল দিয়ে চাচা সাহাবকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।