বন্যার্ত এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন এমপি মিলাদ গাজী
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ১০:২৮ অপরাহ্ণপ্রত্যান্ত অঞ্চল হিসেবে পরিচিত নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর-গালিমপুর গ্রামের বন্যার্ত ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।
রবিবার (৩ জুলাই) বিকেলে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ ব্যক্তিগত অর্থয়ানে উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর-গালিমপুর গ্রামের আশ্রয় কেন্দ্রে ও বাড়ি বাড়ি গিয়ে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, চাল, ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরউদ্দিন চৌধুরী বুলবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুজাত মিয়া চৌধুরী, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুর হক সাজ্জাদসহ জেলা উপজেলা ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগেরসহ নেতৃবৃন্দ।