ফরিদ গাজীর বাসা ছিল আওয়ামী পরিবারের আশ্রয়স্থল – এমপি আবু জাহির
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২০, ৭:০৩ অপরাহ্ণজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা তাঁতী লীগের উদ্যোগে এক স্বরণসভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দারের পরিচালনায় স্বরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো:আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা তাতী লীগের সিনিয়র সহ-সভাপতি সাজু নাসের চৌধুরী, সহ-সভাপতি শামীম আহমেদ মহসিন, শাহীন মহালদার, পারভেজ আলম খান, মাওলানা আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব সাদিক উজ্জল, এডভোকেট আশিকুর রহমান, সঞ্জয় পাল, শেখ আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ শাহীন তালুকদার, দপ্তর সম্পাদক এমদাদুল হক শিপন, আইন সম্পাদক এডভোকেট প্রসন্ন কুমার মহারত্ম, সমবায় ও তাঁত শিল্প উন্নয়ন সম্পাদক বিবাশ দেব বর্মা, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সোমা জামান, যুব ও ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন বিলাল, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক প্রভাষক হাবিবুর রহমান, শিল্প ও বানিজ্য সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষন ও পরিকল্পনা সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা তাঁতী লীগের সদস্য নিপেন্দ্র দেবনাথ, শামিম মিয়া, মনিরুজ্জামান তালুকদার, মিনহাজ চৌধুরী, কবির মিয়া খন্দকার, ফারুক মিয়া, মোশারফ হোসেন সুজন, শেখ রাসেল আহমেদ, মিজানুর রহমান বাবুল, প্রণব দেব, সিরাজুল ইসলাম, মাসুদ রানা মাহফুজ, সাইদুর রহমান রুবেল প্রমুখ। স্বরনসভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলওয়াত করেন শায়েস্তাগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ক্বারী আব্দুল জলিল ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জেলা তাঁতী লীগের সহ-সভাপতি ক্বারী লুৎফুর রহমান হেলালী।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির বলেন মরহুম দেওয়ান ফরিদ গাজীর সিলেট ও ঢাকার বাসা ছিল হবিগঞ্জ জেলা আওয়ামী পরিবারের আশ্রয়স্থল। তিনি বলেন দেওয়ান ফরিদ গাজীর মাধ্যমইে তৎকালীন সিলেট জেলায় আওয়ামীলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন সিলেট বিভাগের অবিসংবাদিত নেতা পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। আগামীতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে তার মৃত্যু বার্ষিকী পালন করা হবে বলেও তিনি বলেছেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন, মরহুম দেওয়ান ফরিদ গাজী ছিলেন অসাম্প্রদায়িক রাজনীতির বাতিঘর। ফরিদ গাজীর রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায় অনিয়ম করেননি। তার আদর্শকে আমাদের বুকে ধারন করতে হবে।
জেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মুদ্দত আলী বলেন, দেওয়ান ফরিদ গাজী জমিদার পরিবারের হয়েও জমিদারী প্রথা বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছিলেন। তার এ অবদান বাঙ্গালি জাতি আজীবন মনে রাখবে।