প্রশংসায় ভাসছে তৌসিফ-মেহজাবিন অভিনীত ‘কাজলের দিনরাত্রি’
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৩, ২:২৮ পূর্বাহ্ণসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছে টিভি পর্দার জনপ্রিয় মুখ মেহজাবীন চৌধুরী ও তৌসিফ মাহবুব অভিনীত নাটক ‘কাজলের দিনরাত্রি’। নতুন বছরের শুরুতেই তৌসিফ-মেহজাবিন একসঙ্গে দেখা দিলেন এই নতুন নাটকে। নাম ‘কাজলের দিনরাত্রি’। ভিকি জাহেদ নির্মিত এই নাটক প্রচার হয় ১ জানুয়ারি। টিভির পর উন্মুক্ত হয় ইউটিউবে।
প্রচারের পর দারুণ প্রশংসা পাচ্ছে নাটকটি। ভিন্ন গল্প, শিল্পীদের অভিনয় আর নির্মাণশৈলী মুগ্ধতার ছায়া ফেলছে দর্শক হৃদয়ে। ইতোমধ্যে প্রায় প্রায় আড়াই মিলিয়ন ভিউ হয়েছে ‘কাজলের দিনরাত্রি’র। হাজারও ইতিবাচক মন্তব্যে ভরে গেছে নাটকটির কমেন্ট বক্স। কাজল নামে এক তরুণীকে ঘিরে আবর্তিত হয়েছে এ নাটকের গল্প।
কাজলের বয়স ২৪ বছর হয়ে গেলেও মনের দিক থেকে এখনো ৮ বছরের শিশু। এই ব্যতিক্রম চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন। তার সঙ্গে আছেন তৌসিফ, সামিয়া অথৈ, শিরিন আলম, আদনান চৌধুরী প্রমুখ।
বাস্তব ঘটনার ছায়া অবলম্বনে ‘কাজলের দিনরাত্রি’র চিত্রনাট্য বুনেছেন জাহান সুলতানা ও নির্মাতা ভিকি জাহেদ।