প্রধানমন্ত্রীর সঙ্গে করোনা নিয়ে আলাপ করলেন ইমরান খান
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২০, ১:২০ অপরাহ্ণপ্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বেলা ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী ফোনালাপ করেন। এবং দুজনে প্রায় ১৫ মিনিট আলাপ করেন।
ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাসন বিনিময়ের পরে ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলা বিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশদ জবাবে চিকিৎসা বিষয়ক সমস্ত উদ্যোগ তুলে ধরেন। এছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন।