প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে এমপি মিলাদ গাজীর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০২০, ৭:৫৭ অপরাহ্ণপ্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপির উদ্যোগে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে সংসদ সদস্য মিলাদ গাজীর নিজ বাসভবনে (গাজী বাড়িতে) উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ফজলুল করিম, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামীম আহমদ, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, অয়তুন আহমদসহ আরও অনেকেই। আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে গাজী বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।