আসন্ন দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে ৫৫ জনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ নবীগঞ্জ পৌরসভায় ছাবির আহমেদ চৌধুরী, হবিগঞ্জ মাধবপুর পৌরসভায় হাবিবুর রহমান।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ১৬ জানুয়ারি হতে যাওয়া পৌর নির্বাচনে তারা ধানের শীষ প্রতীকে লড়বেন।