পেট্রোল বোমা বিস্ফোরণ : আ’লীগের সংবাদ সম্মেলন : অভিযোগের তীর বিএনপির দিকে

জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২১, ১১:৫১ অপরাহ্ণ
আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উত্তাপ্ত নবীগঞ্জের রাজনৈতিক অঙ্গন। শহরজুড়ে উত্তাজনা বিরাজ করছে। নবীগঞ্জ শহরতলীর নতুন বাজার মোড়ে আওয়ামী লীগের পথসভা শেষে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগ ও বিএনপি।
রবিবার রাত সাড়ে ৯টার দিকে নবীগঞ্জ শহরতলীর খালিক মঞ্জিলস্থ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা স্বাক্ষরিত পত্রে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা।
লিখিত বক্তব্যে রানা অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ও মেয়র প্রার্থী রাহেলের সমর্থনে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল। পথসভার শেষ পর্যায়ে হঠাৎ বিকট আওয়াজ হয় এবং চারিদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। সভায় আগত নেতাকর্মীরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে। এসময় বিভিন্ন সহযোগী সংগঠনের ৩জন কর্মী গুরুতর আহত হয়।
পরে পুলিশসহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ঘটনাস্থলে বোমা সদৃশ্য কিছু ডিবা ও পেট্রোল বোমা প্রকৃতির পেপসির বোতল ঘটনাস্থলে দেখা যায়। যেহেতু পথসভা নৌকা প্রতীকের সমর্থকদের উপস্থিতিতে জনসভায় রূপ নেয় তা দেখে প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ও তাদের সমর্থকরা দিশেহারা হয়ে সমাবেশস্থলে চোরাগুপ্তা বোমা হামলার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন,হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট সুলতান মাহমুদসগ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
★ নবীগঞ্জে হঠাৎ উত্তাপ্ত রাজনীতির মাঠ
★ নবীগঞ্জে আ.লীগ মেয়র প্রার্থীর পথসভা শেষে পেট্রোল বোমা বিস্ফোরণ : দায় কার ?
★ আ.লীগের অভিযোগ কাল্পনিক – সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী ছাবির আহমদ চৌধুরী
★ আ.লীগের অভিযোগের তীর বিএনপির দিকে

