পালিত হচ্ছে পবিত্র আশুরা : হচ্ছেনা তাজিয়া মিছিল
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ আগস্ট ২০২০, ৪:১৭ অপরাহ্ণআজ রবিবার পবিত্র আশুরা। এটি সারা পৃথিবীর ইসলাম ধর্মনুসারীদের গভীর শোকাবহ দিন। আরবি শব্দ ‘আশারা’ এর অর্থ ১০। সেজন্যই হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখ অর্থাৎ আজকের এই দিনটিকে ‘আশুরা’র অ্যাখা দেওয়া হয়েছে। করোনাভাইরাস মহামারীর বিস্তার প্রতিরোধের কথা মাথায় রেখে ধর্মপ্রাণ মুসলমানরা এবার অনেকটি নীরবে এই দিনটি পালন করবে। নিষেধাজ্ঞা জারী করা হয়েছে রাজধানী ঢাকা-চট্টগ্রামে ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল বের করার উপর।
পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী প্রদান করেছেন।
বিভিন্ন ধর্মীয় সংগঠন ”পবিত্র আশুরা’ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। তবে, করোনা পরিস্থিতির কারণে প্রশাসনের অনুমতি না থাকায় প্রতি বছরের ন্যায় এবার ইমামবাড়ার হোসেনি দালান প্রাঙ্গণে মধ্যে সীমাবদ্ধ থাকবে তাজিয়া মিছিল।
আর যারা মাতম-মর্সিয়ার আয়োজন করেছে তারাও স্বাস্থ্যবিধি মেনে এই আয়োজন করবে।
উল্লেখ্য, হিজরি ৬১ সনের (৬৮০ খ্রিস্টাব্দ) ১০ মহররম ইরাকের কুফা নগরের অদূরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে সঙ্গী-সাথিসহ নির্মমভাবে শহীদ হন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। পৃথিবীজুড়ে একছত্র, অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ইমাম হুসাইন (রা.)- এর আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এমনকি বিশ্বেরবুকে চির সমুজ্জ্বল হয়ে আছে, থাকবে।