পাপ্পা গাজীর পক্ষ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানালেন খোকন
জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জুন ২০২০, ৭:২৬ পূর্বাহ্ণলিখন রাজ, করেসপন্ডেন্ট,জাগো নিউজ: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় কৃতকার্য ছাত্রছাত্রীদের, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও তার সুযোগ্য সন্তান গোলাম মর্তুজা পাপ্পা গাজীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন।
ইমন হাসান খোকন ‘জাগো নিউজ’কে বলেন, দেশে মহামারী করোনার কবলের মধ্যে এসএসসি পরীক্ষায় ফল প্রকাশে যারা কৃতকার্য হয়েছে তাদের পরিবারে তারা আনন্দের জোয়ার এনে দিয়েছে। আমি আশা করি, শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যারা ভালো ফল করেছে তারা আগামী দিনেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। আমি তাদের সর্বাঙ্গীন সাফল্য ও অগ্রগতি কামনা করি।