হবিগঞ্জের মাধবপুরে পুকুরে পড়ে সজিব আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সজিব উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বেলাপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সজিব খেলতে গিয়ে পরিবারের সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোজাখুজির এক পর্যায়ে পুকুরে মৃত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন।
চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।